খাঁটি সোনা চেনার উপায়

0

লাইফস্টাইল ডেস্ক :  নারীর শ্রীবৃদ্ধিতে স্বার্ণালংকার এক বিশেষ মাত্রা যোগ করে। এ ছাড়া যেন বাঙ্গালি নারীকে বড্ড বেশি অপূর্ণ লাগে। এ জন্য স্বর্ণ তো কিনতেই হবে। তবে খাঁটি স্বর্ণ চেনা কিন্তু সহজ কথা নয়। যারপরনাই অনেককেই ঠকতে হয়। চলুন জেনে নেই, খাঁটি স্বর্ণ চেনার সহজ উপায়।

খাঁটি স্বর্ণ চেনার সহজ তিন উপায় :

এক.  স্বর্ণ কিনুন ২৪ ক্যারটের। ২৪ ক্যারট সোনাই হলো খাঁটি সোনা। ২৪ ক্যারট সোনা মানে ৯৯.৯ শতাংশ খাঁটি সোনা। কিন্তু দোকানে সাধারণত- ২৪ ক্যারট সোনা দিয়ে গয়না তৈরি হয় না। তাতে সেই সোনার অলঙ্কার বড্ড নরম হয়ে যায়। তাই দোকানে সাধারণত, ২২ ক্যারট সোনা দিয়েই অলঙ্কার তৈরি হয়। আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারট সোনা দেওয়া হয়। ২২ ক্যারট সোনা মানে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা।

দুই. BIS চিহ্ন দেখে স্বর্ণ কিনুন। সাধারণত, সোনা কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে। খাঁটি সোনা চেনার এটাই নিয়ম। এছাড়াও BIS চিহ্ন দেখে সোনা কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে, আপনার সোনা সত্যিই খাঁটি।

তিন. ফ্লুরোসেন্স মেশিনে এক্সরে করিয়ে নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করাটা একটু কঠিন। কারণ সব জায়গাতে সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন। তবুও একবার চেষ্টা করে নিলে ক্ষতি কি!

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.