রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

0

সিটিনিউজবিডি : মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

রোববার ভোর ৫টা থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের ডাকা এই ধর্মঘট শুরু হয়। এর আগে শনিবার বিকেলে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, এর আগে কয়েক দফা স্থানীয় প্রশাসন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল পদক্ষেপ নিতে। কিন্তু এ সময়ের মধ্যেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায়ের লক্ষ্যে রোববার ভোর ৫টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

মাহাতাব হোসেন আরো জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকে সাধারণ যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোতে যাত্রীরা কষ্টের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.