খালেদা দেশে আসলেই গ্রেফতার: এরশাদ

0

সিটিনিউজবিডি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘খালেদা জিয়া দেশে আসলেই গ্রেফতার হবেন। কারণ তার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের মামলাটি প্রমাণিত। আমার ধারণা সে কারণে তিনি আপাতত দেশে আসবেন না।’

তিনি বলেন, ‘আল্লাহর বিচার আছে না, তিনি ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন।’

রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ ‘পল্লী নিবাস’ বাস ভবনে সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি। এরশাদ বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হবে।’

তিনি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘তারা এক এক বার এক এক কথা বলছে। আজ শুনলাম শুধু মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়া যাবে। আসলে আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) ঠিক না করা পর্যন্ত কোনোকিছুই বোঝা যাচ্ছে না।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘বাংলাদেশে আইএসআইয়ের কোনো উপস্থিতি নেই। তাদের এখানে কোনো কাজ নেই। আর ওদের সৃষ্টি করেছে পশ্চিমা শক্তিগুলো। তারাই তাদের অস্ত্র-গোলাবারুদ দিয়েছে। এখন তারাই আইএসআইয়ের বিরুদ্ধে বলছে।’

তিনি বলেন, ‘পশ্চিমা শক্তিগুলো আইএসআই সৃষ্টি করেছিল মূলত শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আজ সেই আইএসআই সারাবিশ্বে সন্ত্রাস করে বেড়াচ্ছে।’
এর আগে, ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে রংপুর নগরীর দর্শনা এলাকায় এরশাদ তার পল্লী নিবাসের বাসায় পৌঁছান। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ ও জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.