জামায়াত-শিবিরকে নৌ-মন্ত্রীর হুঁশিয়ারি

0

ঢাকা অফিস : জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া জামায়াত-শিবিরের কবর রচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, এই জামায়াত-শিবিরের জঙ্গিবাদ, সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে সবাইকে একত্রে কাজ করতে হবে। এক হতে হবে শ্রমিক, কর্মজীবী ও সাধারণ মানুষকে। তবেই তাদের প্রতিহত করা সম্ভব হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় একটি ভবনের তৃতীয় তলায় স্বাধীনতা হলে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী। এছাড়া তিনি এই সংগঠনের আহ্বায়কও।

শাজাহান খান বলেন, আজকে বিদেশে বসে দেশ নিয়ে যত ষড়যন্ত্র হচ্ছে। দেশ নিয়ে চলছে চক্রান্ত। কিন্তু তা হতে দেওয়া যাবে না। তিনি বলেন, দেশে জঙ্গির আস্তানা হতে দেওয়া যাবে না। এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে সাধারণ মানুষই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.