মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা

0

 চট্টগ্রাম অফিস  :    ১৭ নভেম্বর, মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা  বিকাল ৪টায় চট্টগ্রাম দোস্ত বিল্ডিংস্থ ভাসানী অডিটোরিয়ামে মহান নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভাসানী ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক ছিদ্দিকুল ইসলাম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান, হাসান মারুফ রুমী, হাকিম মোহাম্মদ উল্লাহ, এডভোজেট আবু তাহের, মোহাম্মদ হারুন, এডভোকেট সিরাজুল হক, এডাভোকেট তাবরেজ আহমদ, স্বপন সেন, আবুল বশর, মোহাম্মদ আলমগীর, আবদুস সোবহান ভাসানী, নুরুল ইসলাম ভাসানী, ছাত্র নেতা ফরহাদ জামান জনি, মোহাম্মদ শওকত প্রমুখ।

আগামী ২০ নভেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম দোস্ত বিল্ডিং চত্বরে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন ভাসানী ফাউন্ডেশন। আলোচনা সভায় উপস্থিত থাকবেন, ডক্টর আবুল কাশেম, জোনায়েদ সাকী, ডক্টর মনজুরুল আমিন চৌধুরী, অধ্যাপক জালাল আহমদ চৌধুরী, কমরেড নাসির উদ্দিন আহমদ নাসু এবং চট্টগ্রাম প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের আহ্বায়ক চিদ্দিকুল ইসলাম, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্ফার খান আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য দলমত নির্বিশেষ সকলের প্রতি উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.