পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে তলব

0

সিটিনিউজবিডি :: মানবাতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে বিবৃতির পর ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার সুজা আলমকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাকে আগামীকাল সোমবার দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।কূটনৈতিক সূত্রে এখবর নিশ্চিত হওয়া গেছে।

সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে ‘উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়।

বিবৃতিতে ফাঁসি কার্যকর করাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে বিষয়টি লক্ষ্য করেছি… উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান গভীরভাবে মর্মাহত।’

বিবৃতিতে পাকিস্তান বলেছে, বাংলাদেশে ১৯৭৪ সালের ৯ এপ্রিল স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত-পাকিস্তান চুক্তির মনোভাবের ভিত্তিতে একটি মীমাংসা প্রয়োজন। ১৯৭১ সালের বিষয়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই এই চুক্তির উদ্দেশ্য ছিল।’

চুক্তিটি অনুসরণ করলে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের ‘সম্প্রীতি ও সুনাম’ আরো বাড়ত বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.