ফটো এডিটিং এর সেরা এ্যান্ড্রোয়েড এ্যাপ

0

প্রযুক্তি ডেস্ক, সিটিনিউজবিডিঃ গত কয়েক বছর ধরেই মোবাইল বা স্মার্টফোন ক্যামেরার ব্যবহার বেড়েছে। যদিও ভালো মানের ছবি তোলার জন্য মোবাইল বা স্মার্টফোন এর ব্যবহার বেশি সুবিধার নয়। তবে কয়েকটি ভালো মানের এ্যন্ড্রোয়েড ফটো এ্যডিটর এ্যপ দিয়ে সুন্দর ছবি তৈরী করতে পারেন। তাহলে দেখে নিন আমাদের দেখা সেরা ফটো এডিটিং এ্যান্ড্রোয়েড এ্যাপ।

১। স্নাপ্সিড (Snapseed):

Snapseed

 

স্নাপ্সিড একটি উন্নত মানের এ্যন্ড্রোয়েড এ্যপ। এই এ্যপে রয়েছে বিভিন্ন ফিল্টার, ফ্রেম এবং অসংখ্য অপশন, যা দিয়ে খুব সহজেই ছবি সুন্দরভাবে তৈরী করা যায়।

ডাউনলোড করুন এখানে

 

 

 

 

 

 

 

 

২। ফটো এ্যডিটর প্রো (Photo Editor Pro):

PhotoEditorPro

 

ফটো এ্যডিটর প্রো অন্যতম ভালো মানের ফটো এ্যডিটর এ্যপ।

ডাউনলোড করুন এখানে

 

 

৩। এ্যডোবি ফটোশপ এক্সপ্রেস (Adobe Photoshop Express):

AdobePhotoshopExpress

 

ডেক্সটপ কম্পিউটারের জন্য  সম্ভবত ফটোশপ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা সফটওয়্যার। আর এখন এটা স্মার্টফোনের সময়, স্মার্টফোনেও এ্যডোবি ফটোশপ এ্যপ দিয়ে ছবি এ্যডিট করা সম্ভব।

ডাউনলোড করুন এখানে

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.