উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

0

চট্টগ্রাম অফিস, সিটিনিউজবিডিঃ আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনির (ফয়ে’স লেকের পাশে) লেকসিটি হাউজিং সোসাইটিতে দখলদারদের উচ্ছেদ করতে গেলে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপর হামলা চালানো হয়। পুলিশ দখলদারদের হঠাতে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।  সিএমপি’র আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ জানান, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেক সিটি হাউজিং সোসাইটিতে দীর্ঘদিন ধরে লোকজন জায়গা দখল করে বসবাস করে আসছে। দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চসিক উচ্ছেদকর্মীরা পুলিশের সহযোগিতায় লেকসিটিতে তাদের উচ্ছেদ করতে গেলে সেখানে বস্তির শত শত লোক বাধা দেয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে থাকলে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ তাদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়”।

হামলার বিষয়টি স্বীকার করে অভিযানে নেতৃত্ব দেওয়া চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘প্রভাবশালী একটি মহলের যোগসাজশে বছরের পর বছর লেকসিটির জায়গা দখল করে নিম্নআয়ের লোকজনকে ভাড়া দিয়ে লেকসিটিতে বস্তি গড়ে তুলেছে। এ ব্যাপারে বারবার নির্দেশ দেওয়ার পরও অবৈধ স্থাপনা সরানো হয়নি। দুপুর সাড়ে ১২টায় দখলদারদের উচ্ছেদ করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.