রাজধানীতে ৬ শিবির নেতা আটক, ককটেল-বই উদ্ধার

0

সিটিনিউজবিডি :: রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকার একটি বাসা থেকে ছয় শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এই অভিযানকালে ওই বাসা থেকে ১১টি ককটেল ও বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়।

তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানোর কথা জানান মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।

তিনি জানান, শুক্রবার বিকেলে আরামবাগে একটি আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকে আটক করা হয়। তাদের মধ্যে একজন মতিঝিল থানা ছাত্রশিবিরের সভাপতি, একজন পল্টন থানা সভাপতি, একজন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি, একজন মুগদা থানা সভাপতি, একজন বায়তুল সম্পাদক এবং বাকিরা অন্যান্য পর্যায়ের নেতা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ১১টি ককটেল এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের ধারণা, নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.