আধুনিক টার্মিনাল নির্মাণের ঘোষণা-মেয়র আনিসুল হক

0

ঢাকা অফিস  :     আধুনিক ট্রাক টার্মিনাল তৈরির ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষের পর । একই সঙ্গে রাস্তায় আর ট্রাক না রাখার জন্যও আহবান জানিয়েছেন। তবে ট্রাক শ্রমিক-মালিকরা বলছেন, টার্মিনাল তৈরি করা হলে তারা আর রাস্তায় গাড়ি রাখবেন না।

রোববার দুপুরের তেজগাঁওয়ের রেলওয়ের জায়গায় অবস্থিত ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকদের বাধার মুখে পড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মিরা। একসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর পুলিশের গুলিতে একজন শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। জবাবে গুলি চালায় পুলিশ। গুলিতে দুই ব্যক্তি আহত হয়, পরে তা বেড়ে দাঁড়ায় পাঁচে।

এসময় গণমাধ্যম ও র‌্যাবের গাড়িসহ  বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। শ্রমিকদের হামলায় আহত হন একজন সাংবাদিক; তার কাছে থাকা ক্যামেরাও ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ট্রাক দিয়ে রাস্তা অবরোধ করে শ্রমিকরা।

শ্রমিক-মালিকদের প্রতিনিধিদের নিয়ে তিনি নতুন ট্রাক টার্মিনাল নির্মাণের ঘোষণা দেন। এরপর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.