পৌর নির্বাচন পেছানো হবে না : ইসি

0

সিটিনিউজবিডি :: আসন্ন পৌর নির্বাচন পেছানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারণা চালাতে পারবেন না বলেও জানানো হয়েছে।

সোমবার দুপুরে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌরসভায় ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচনী আচরণ বিধিমালা সংশোধন করে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এরপর বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ ও কয়েকটি বামদল নির্বাচন পেছানোর দাবি জানায়। অন্যদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ কয়েকটি দল এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগ সৃষ্টির দাবি জানায়।

আইনি বাধ্যবাধকতার কারণে পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর থেকে পেছাতে রাজি না হলেও কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে কমিশন। বৈঠক শেষে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.