সীতাকুণ্ড আ’লীগের মেয়র প্রার্থী বদিউল, বিএনপির মুনছুর, জাপার নবী ও স্বতন্ত্রে তৌহিদ

0

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকতা শেষ হল। সরকারদলীয় প্রার্থী নিয়ে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেয়র পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন নিয়ে বাড়ি ফিরলেন সাবেক কমিশনার পৌর আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। আজ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হওয়ায় সীতাকুন্ড পৌরবাসী সকাল থেকে ক্ষমতাসীন দলের প্রার্থী কে হচ্ছে তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছে বর্তমান মেয়র নায়েক সফি আবার কেউ বলছে বর্তমান কাউন্সিলর মুরাদ। অবশেষে ঢাকা থেকে মনোনয়ন নিশ্চিত হয়ে সীতাকুন্ডে আসছেন বদিউল আলম।

পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার শাহ আলম জানায় আমার ২দিন ধরে ঢাকায় ছিলাম। আজ সীতাকুণ্ডে আসছি। কেন্দ্রিয় কমিটি সীতাকুণ্ড পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আলহাজ্ব বদিউল আলমকে। তিনিই সীতাকুন্ড পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হবেন। ২য় কেউ দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই।

এদিকে বিএনপি থেকে মুক্তিযোদ্ধা আবুল মুনছুর ধানের শীষ এবং জাতীয় পাটি থেকে বিশিষ্ট ব্যাবসায়ী নুরুন্নবী ভুইয়া এরশাদের লাঙ্গল প্রতীকে নির্বাচন করবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তরুণ সমাজ সেবক তৌহিদুল হক চৌধুরী। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সিরাজ উদ দৌলা ছুট্টু নাগরিক কমিটি থেকে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

সীতাকুন্ড পৌর সভার নির্বাচনে গতকাল পর্যন্ত ৬১টি মনোনয়ন বিক্রি হয়েছে বলে সীতাকুন্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান । মেয়র পদে আলহাজ্ব বদিউল আলম, সৈয়দ আবুল মুনছুর, নুরুন্নবী ভুইয়া, তৌহিদুল হক চৌধুরী,সংরক্ষিত আসন-১, ফজিলাতুন নেছা, আসন ২- নাছিমা , মাহফুজা মাওলা লাকী, আসন -৩, জেসমিন আক্তার ,মাসুদা বেগম, সাধারণ আসন ১নং ওয়ার্ড থেকে আনোয়ার হোসেন, আলী আকবর, মো: মোশাররফ, সোলেমান খোকন, আসনÑ২নং ওয়ার্ড থেকে ছখিনা খাতুন, মো: তাহের উদ্দিন,মো: জাবেদ হোসেন, মাঈমুন উদ্দিন মামুন, মো: জয়নাল আবদীন,হারুন রশিদ, শওকত আলী, আসন ৩নং ওয়ার্ড থেকে, মো: নাছির উদ্দিন, ফছিঊল আলম, মো: ইব্রাহিম , স্বপন কুমার ভুমিক, কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড থেকে,দীপক দে, এনামুল হক, হারাদন চৌধুরী বাবু, ৫নং ওয়ার্ড থেকে- মো: কামরুল হাসান,মো:মহিউদ্দিন,মো:সহীদুল্লা, বিশ্বজিৎ কুমার সিংহ,জহুরুল আলম,রায়হান উদ্দিন রেহান, ৬নং ওয়ার্ড থেকে, মো: দিদারুল আলম, মো: জহুরুল আলম, লিয়াকত আলী, মোহম্মদ আলী,জয়ননাল আবদীন, জহুরুল আলম, ৭নং ওয়ার্ড থেকে, এম,এ, মুনসুর, তারিকুল হক, আবদুল আলীম, সাইদুল আলম, ৮নং ওয়ার্ড থেকে,রফিকুন নবী বাহার, আবুল কালাম,(জলসা ডেকোরেটর), রফিকুল আলম, মো: মুফিজুর রহমান ( আজমীর ডেকোরেটর) আবুল কালাম ( আমিন) ৯নং ওয়ার্ড থেকে মো: কামাল হোসেন, জুলফিকার আলী মাসুদ শামীম, প্রার্থীরা সংগ্রহ করেছে ।

এদিকে কাউন্সিলর পদে আওয়ামীলীগের এক প্রার্থী সমর্থন দেওয়ার বিষয়ে গতকাল উপজেলা আওয়ামীলীগের এক সভায় বর্তমান মেয়রকে আহ্বায়ক করে ৭সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানাযায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.