আমাদের সন্তানদের ফিরিয়ে দিন নতুবা কবর দেখিয়ে দিন

0

ঢাকা অফিস :: ২০১৩ সালের শেষ দিকে ঢাকার বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে যাওয়া ১৯ জনের পরিবার তাদের সন্তানদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আ‍কুতি জানান পরিবারের সদস্যরা।

এর মধ্যে মুন্নার বাবা সামসুদ্দিন বলেন- আমাদের ছেলেদের ফিরিয়ে দেন। নতুবা গ্রেফতার দেখান। অথবা মরে গেলে তাদের কবর দেখিয়ে দেন। আমরা তাদের কবর জিয়ারত করবো। প্রধানমন্ত্রীর কাছে এ সুযোগটা চাই।

২০১৩ সালের নভেম্বর ও ডিসেম্বরে রাজধানীতে নিখোঁজ হওয়া ১৯ সদস্য হলেন- সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করিম তানভীর, আবদুল কাদের ভুঁইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এম এ আদনান, কাউসার, সেলিম রেজা পিন্টু, খালিদ হাসান সোহেল, সম্রাট মোল্লা, জহিরুল ইসলাম, পারভেজ হোসেন, মো. সোহেল, মো. সোহেল চঞ্চল, নিজাম উদ্দিন মুন্না, তরিকুল ইসলাম ঝন্টু, মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পিন্টুর বড় বোন বলেন, আমরা ভাই ফেরত চাই না। প্রধানমন্ত্রীর কাছে বলবো আমাদের সবাইকে মেরে পেলেন।
আদনানের বাবা রুহুল আমিন বলেন, আমাদের কষ্টের কথাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌছে দিন। কেন আমাদের সন্তানগুলো নিলো। প্রধানমন্ত্রী নির্দেশ দিলে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে।

সোহেলের সন্তান বলেন, আমার জন্মদিনের দিন শাহবাগে ফুল আনতে গিয়ে নিখোঁজ হন বাবা। আমরা আশা করবো প্রধানমন্ত্রী তাকে ফেরত দেবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.