মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ঐশীর আপিল

0

ঢাকা অফিস :: পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া তাদের মেয়ে ঐশী রহমান রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

আজ রবিবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদনটি করা হবলে জানিয়েছেন ঐশীর আইনজীবী মাসুদ রানা।

এর আগে ১২ নভেম্বর ঐশী রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বন্ধু মিজানুর রহমান রনিকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও ঐশীকে ২০ হাজার ও রনিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বেকসুর খালাস পেয়েছেন মামলার ওপর আসামি আসাদুজ্জামান জনি।

২০১৩ সালের ১৪ অগাস্ট রাতে ঢাকার চামেলীবাগের নিজ বাসায় খুন হন পুলিশ কর্মকর্তা (পুলিশের স্পেশাল ব্রাঞ্চ) মাহফুজুর রহমান এবং তাঁর স্ত্রী স্বপ্না রহমান। হত্যাকাণ্ডের তিনদিন পর তাদের মেয়ে ঐশী রহমান পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঐশীসহ তিনজনের বিরুদ্ধে গত বছরের মে মাসে অভিযোগ গঠন করে মহানহর দায়রা জজ আদালত। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.