সৌদিতে বেশী অপরাধ সৌদি নাগরিকের

0

মোরশেদ রানা  :   সৌদি আরব পূর্বাঞ্চছলীয় দাম্মাম ডিস্ট্রিক্ট কোর্ট সম্প্রতি নারীদের যৌন হয়রানির কারণে ৬ যুবককে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছেন। দাম্মামের দাহরান এলাকায় একটি শপিং মলে কয়েকজন নারীকে যৌন হয়রানি করে ওই যুবকরা। ২২শে অক্টোবরের ওই ঘটনার শুনানি শেষে আদালত বৃহস্পতিবার তাদেরকে এক মাস থেকে ১৫ মাসের জেল দেয়।
একই সঙ্গে তাদেরকে বেত্রাঘাতের আদেশ দেয় আদালত। নারীদের অশালীন ভাষায় ও শারীরিক অবমাননা করার ঘটনা কে বা কারা ভিডিওতে ধারণ করে। তা যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে উঠে। এর ফলে সরকারের ওপর যৌন হয়রানির আইন করার চাপ সৃষ্টি হয়। ২০০৫ সালে রিয়াদে নারীদের হয়রানি করার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বেত্রাঘাত করে জেল দেয়া হয়েছে। ২০১২ সালে এমন ঘটনা সৌদি আরবে ঘটেছে ২৭৯৭টি।
এর মধ্যে শতকরা ৬০ ভাগ অপরাধে জড়িত সৌদি আরবের নাগরিকরা। বাকি ৪০ ভাগ বিদেশীরা। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রিয়াদে। সেখানে এ সংখ্যা ৬৫০, জেদ্দায় ২৫০, পূর্বাঞ্চলীয় প্রদেশে ২১০, মক্কায় ১৮০ এবং মদিনায় ১৭০টি বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.