শেষ চারে ওঠার স্বপ্ন পূরণ হল সিলেটের

0

স্পোর্টস ডেস্ক :: উত্তেজনাকর ম্যাচে ঢাকা ডাইনাইমসকে ৭ উইকেটে হারিয়ে নক আউট পর্বে খেলার আশা একটু হলেও বাঁচিয়ে রাখলো সিলেট সুপার স্টার্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬। সমান ম্যাচে দুই পয়েন্ট (৮) বেশি নিয়ে নক আউট পর্বে ওঠার দৌঁড়ে অবশ্য সিলেটের চেয়ে এগিয়ে ঢাকা ডাইনামাইটসই।

কাল এই দুই দলই মাঠে নামছে। দুপুরে সিলেটের প্রতিপক্ষ আগেই শেষ চার নিশ্চিত করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে যদি সিলেট জিতে এবং পরের ম্যাচে বরিশাল বুলসের কাছে যদি ঢাকা হেরে যায় তাহলে রান রেটে যারা এগিয়ে থাকবে , শেষ দল হিসেবে তারাই যাবে শেষ চারে। এই মুহুর্তে রান রেটে ঢাকা ও সিলেটের অবস্থান খুব কাছাকাছি।

১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় সিলেট সুপার স্টার্সের। জস কব ও জুনায়েদ সিদ্দিকী মিলে তুলেন ৩৬ রান। ব্যক্তিগত ১৫ রান করে জস ফিরলেও জুনায়েদ সিদ্দিকী এবং রবি বোপারা মিলে দলকে লক্ষ্যের দিয়ে এগিয়ে নিয়ে যান। এ জুঁটি দলীয় রান নিয়ে যান ১২২ এ। ৪৪ বলে ৫১ করে জুনায়েদ ও ৪০ বলে ৫৫ রান করে বোপারা ফিরে গেলে ম্যাচে নাকীয়তার জন্ম নেয়। শেষ বলে ওভারে দরকার পড়ে ১০ রান।

ফরহাদ রেজার প্রথম বলে ১ রান নেন আফ্রিদি। দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান সোহেল তানভীর। পরের বলে মুশফিকুর রহিম নেন ১ রান রান। ৩ বলে সিলেটের দরকার ৮। মানে জমে ওঠে নাটকীয়তা। তবে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে সব নাটকীয়তার অবসান ঘটান অভিজ্ঞ আফ্রিদি। এক বল হাতে রেখে জয়ে পৌঁছে যায় সিলেট।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে ঢাকা ডাইনামাইটস।

দলটির ওপেনিং জুটি ভাঙে ২৮ রানের মাথায়। ইয়াসির শাহ (৮) রাজ্জাকের বলে শহীদকে ক্যাচ দিয়ে ফেরেন। হাফিজকেও (৮) অল্পতে ফেরান ওই রাজ্জাক। ভাল খেলতে থাকা ফরহাদ রেজা (৩১) বোপারাকে ড্রাইভ করতে যেয়ে মুশফিকের হাতে ধরা পড়েন।

এরপর সাঙ্গাকারা-নাসিরকে নিয়ে স্কোর বড় করার কাজ সারেন। নাসির এদিন বেশ হাতখুলে মেরেছেন। ১৮তম ওভারে রুবেলকে প্রথম তিন বলে এক চার এক ছয় মারলেও চতুর্থ ফুলটসটি মাঠ ছাড়া করতে ব্যর্থ হন। ডিপ মিড উইকেটে ধরা পড়েন কবের হাতে। তার আগে খেলে যান ২৩ বলে ৩১ রানের ইনিংস। শেষ ওভারে সাঙ্গাকারা কাটা পড়েন শহীদকে পুল করতে যেয়ে। ব্যক্তিগত ৪৮ রানের মাথায়। বাকি পাঁচ বল মোকাবিলা করতে এসে তরুণ মোসাদ্দেক শহীদকে পরপর তিন চার মেরে ভড়কে দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.