‘নির্বাচনকে কেন্দ্র করে জলঘোলা করছেন খালেদা’

0

সিটিনিউজবিডি :: ‘খালেদা জিয়া আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জলঘোলা করার চক্রান্ত করছেন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া গত সাড়ে ছয় বছর ধরে নির্বাচন নিয়ে রাজনৈতিক চোরামির কাজ করছেন। তিনি কখনই নির্বাচনকে সততার সঙ্গে গ্রহণ করেননি, মোকাবেলাও করেননি।’সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন পৌরসভা নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ বলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচন নিয়ে কথা বলার আগে খালেদা জিয়া আগুনযুদ্ধ ও মানুষ পোড়ানোর কৈফিয়ত দিন। এর আগে তার মুখে গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা শোভা পায় না।’

তিনি বলেন, ‘কমিশনকে অর্থব বলাটা ঠিক হচ্ছে না। কারণ এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসছেন। বিএনপি এবং তার শরিক দলগুলো প্রত্যেকটা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। সমস্যাটা হচ্ছে, তারা জিতলেই নির্বাচন ঠিক হয়, আর হারলেই সেটা বেঠিক হয়ে যায়।’

‘আমরা কোনো নির্বাচনই উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দিচ্ছি না। নিজেদের খেয়াল-খুশি মতোও করছি না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা- অনিচ্ছার ওপর নির্ভর করছেন না, সরকারের চাওয়াকে তারা (নির্বাচন কমিশন) তোয়াক্কা করে না। সরকারি দলের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য স্থানীয় নির্বাচনী প্রচারণায় সুযোগ দেওয়ার আর্জি জানান হয়েছিল। নির্বাচন কমিশন সেই দাবি রাখেনি।’

প্রার্থীদের হয়রানির বিষয়ে বিএনপির পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনু বলেন, ‘আমরা কোনো প্রার্থীকেই হয়রানি করছি না। এই পৌর নির্বাচনে বিএনপি-জামায়াতের বহু প্রার্থী কিছুদিন আগেও আগুনযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তাদের নাশকতা-অন্তর্ঘাতের কারণে অনেকের নামে মামলা আছে। যেহেতু, এখনো তাদের সাজা হয়নি তাই প্রাথমিকভাবে একজন অভিযুক্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন, সেই অধিকার বলে তারা প্রার্থী হচ্ছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া বা বিএনপি যদি মনে করেন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের ছুতোয় তারা ভয়াবহ অপরাধ থেকে বাঁচার দরকষাকষিতে বা ব্ল্যাকমেইলে সরকার পা দেবে, সেটা ভুল ভাববেন। ওই ব্ল্যাকমেইলিংয়ে আমরা ভয়ও পাই না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.