আসছে এলজির নতুন স্মার্টফোন জি৫

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসছে বিশ্ববিখ্যাত ইলেকট্রোনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজির নতুন স্মার্টফোন। এলজি এক ঘোষণায় জানিয়েছে, জি সিরিজের সফল বাজারজাতের অংশ হিসেবে জি-৫ মডেলের এই নতুন স্মার্টফোনটি বিশ্ববাজারে অবমুক্ত হচ্ছে আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রসে।

অবশ্য এ বছরের শুরুতে এলজি ঘোষণা দিয়েছিল, জি-৪ মডেলের স্মার্টফোনের সফলতার পর, তারা বের করতে চলেছে জি-৫ স্মার্টফোনটি। তবে সেটা কবে নাগাদ বাজারে আসতে পারে তখন তা স্পস্ট করে বলেননি তারা।

এলজি জানিয়েছে জি-৫ মডেলের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে, ৫ দশমিক ৬ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে। যেটি তার আগের মডেলে স্মার্টফোন জি৪ থেকে ০.১ ইঞ্চি বড়। এর উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪কে রেজুলেশন দেবে আগের থেকে আরো বেশি স্বচ্ছ ও কালারফুল ছবির নিশ্চয়তা।

এর ভেতরের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। রয়েছে ২১ মেগাপিক্সেলের অত্যাধুনিক অটো ফোকাস ক্যামেরা। এছাড়া সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.