পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন ফখরুল

0

ঢাকা অফিস :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে পাকিস্তান মিথ্যাচার করেছে। সরকারের উচিৎ পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

আজ সকালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না।’

তিনি বলেন, ‘কোনো যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাই তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ।’

‘যে সব বীর সন্তানেরা জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের ঘৃণা করি। তাদের শাস্তি দাবি করছি। তবে এ বিচার যেন সঠিক যুদ্ধাপরাধীদের হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়।’

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নি— পকিস্তানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটি মিথ্যা কথা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের সময় ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.