মাঝপথে নির্বাচন থেকে সরবে না বিএনপি: ফখরুল

0

সিটিনিউজবিডি :: ‘এই সরকার যতদিন ক্ষমতায় আছে নির্বাচন কমিশন (ইসি) কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। ইসির বিরুদ্ধে এমন অভিযোগ থাকলেও আসন্ন পৌর নির্বাচনে মাঝপথ থেকে সরবে না বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘ফলাফল ঘোষণা পর্যন্ত মাঠেই থাকতে চায় দলটি।’ আসন্ন পৌর নির্বাচন পরিচালনায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকালে সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সদ্য কারামুক্ত এই নেতা।

পৌর নির্বাচনে বিএনপির ‘কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকটি হয়। এতে উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, এম ওসমান ফারুক, মীর মোহাম্মদ নাছির, এনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, সমন্বয় কমিটির সদস্য সচিব দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, দলের যুববিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৭ বছর পর তৃণমূল পর্যায়ের এই নির্বাচনের মাধ্যমে ফের নৌকা ও ধানের শীষের লড়াই হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.