হামলার হুমকি : লস এঞ্জেলসে সব স্কুল বন্ধ ঘোষণ

0

আন্তর্জাতিক ডেস্ক :: অজানা হুমকিতে বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের সব স্কুল। জেলা কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার ওই অঞ্চলের সব স্কুল বন্ধ থাকে। খবর সিএনএনের।

হুমকির পরিপ্রেক্ষিতে স্কুলগুলো বন্ধ রাখা হলেও এখন পর্যন্ত কোথাও বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্রের সন্ধান পাওয়া যায়নি।
লস এঞ্জেলসের স্কুল ডিস্ট্রিক্ট পুলিশের প্রধান স্টিবেন জিপারম্যান বলেছেন, মঙ্গলবার সকালে একটি ‘ইলেক্ট্রনিক হুমকি’ পাওয়ায় স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশের সুপারিনটেন্ডেন্ট র‌্যামোন কর্টিনেস জানিয়েছেন, স্কুলে অবস্থানরত শিক্ষার্থী ও বহনকারী বাসের ওপর হুমকি ছিল।ই-মেইলে ওই হুমকি পাওয়ার পর দ্রুত স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে অঞ্চলটির ৯০০টিরও বেশি স্কুলের প্রায় ৭ লাখ শিক্ষার্থী এ দিন ক্লাস করতে পারেনি।

এদিকে দেশটির অপর শহর নিউইয়র্কেও একই ধরনের এক হুমকি দেওয়া হয়। কিন্তু সেখানকার কোনো স্কুল বন্ধ করা হয়নি। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নান্দিনোতে গোলাগুলিতে ১৪ জন নিহতের ঘটনা বিবেচনা করে স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে লস এঞ্জেলস পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.