চট্রগ্রাম কলেজে ছাত্রলীগের পতাকা

0

গোলাম সরওয়ার :: ১৯৮১ সালে ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে পিটিয়ে হত্যা, ১৯৮৪ সালে ছাত্র ইউনিয়ন নেতা সাহাদাৎসহ দুই শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার মধ্যে দিয়ে চট্রগ্রাম কলেজে একক ঘাঁটি তৈরী করেছিল ইসলামী ছাত্রশিবির। সেই থেকে দখলে রেখেছিল শিবির। অবশেষে গতকাল বিজয়দিবসে শহীদ মিনারে ফুল দিতে গেলে শিবির ইট-পাটকেল ও ককটেল ফাটায় । শুরু হয় সংঘর্ষ। এরপর কলেজের গেইট ভেঙ্গে প্রবেশ করে ছাত্রলীগ।

ছবি- নিজস্ব আলোকচিত্রী/সিটিনিউজবিডি
ছবি- নিজস্ব আলোকচিত্রী/সিটিনিউজবিডি

তিনদশক পর চট্রগ্রাম কলেজে ছাত্রলীগের পতাকা উড়ল।

……………….জেএম/সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.