বিনাপয়সায় খেতে না দেয়ায় কর্মচারীকে পেটালেন ছাত্রলীগ

0

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাহ আমানত হলে টাকা ছাড়া খেতে না দেয়ায় মো. মিজান (৩৫) নামে এক কর্মচারীকে পিটিয়েছে ছাত্রলীগ কর্মীরা। অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক সংগঠন কনকর্ড সমর্থিত ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। এবং ভুক্তভোগী মিজান বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক।

বুধবার রাত ১২.৩০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যেক হলকে নির্দেশ দেয়, স্ব-স্ব হলের শিক্ষার্থী ছাড়া আর কেউ যেন টোকেন নিয়ে খেতে না পারে। সে মোতাবেক শাহ আমানত হলে শুধুমাত্র বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের শিক্ষার্থীদের খাবারের টোকেন দিতে বলা হয়েছে।

কিন্তু ইতিহাস বিভাগের (২০০৯-১০) মিজানুর রহমান, দিদার (২০১২-১৩) ও বান্নাসহ (২০১৩-২০১৪) চারজন ছাত্রলীগকর্মী খাওয়ার জন্য ছয়টা টোকেন দাবি করে কর্মচারী মিজানের কাছে। তারা অন্য বিভাগের হওয়াই টোকেন দিতে অস্বীকৃতি জানালে রাত ১২.৩০টার দিকে এসে বেধড়ক মারধর করে তাকে।

মো. মিজান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নির্দেশনা দিয়েছে বলে আমরা মিজান, দিদার ও বান্নাকে ছয়টি টোকেন দিতে অস্বীকৃতি জানাই। তাই তারা ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১২টার দিকে এসে বেধড়ক মারধর করে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনার পর শাহ আমানত হলের প্রভোস্টের কাছে ফোন দিলে উনি ফোন রিসিভ করেননি। সকালে গিয়ে তাদের নামে অভিযোগ দিয়ে এসেছি। প্রভোস্ট স্যার বিষয়টি দেখবেন বলেছেন।’

মারধরের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান বলেন, ‘আমি তো এ বিষয়ে কিছুই জানি না। এমনি একটু শুনেছি জুনিয়রদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। মারধরের বিষয়টি সত্য নয়।’

শাহ আমানত হলের প্রভোস্ট ড. মো.আবুল মনছুরের যোগাযোগ করা হলে তিনি জানান, ”আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখবো।”
…………জেএম/সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.