চট্রগ্রাম কলেজে হামলার প্রতিবাদে ছাত্রলীগের নিন্দা

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের উপর শিবিরের হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতি এ প্রতিবাদ জানান তাঁরা।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন মৌলবাদী উগ্র সন্ত্রাসী জাঙ্গী গোষ্ঠীর অস্ত্র মওজুদ ও অস্ত্র পরিচালনার অভায়শ্রম হতে পারে না। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষা প্রতিষ্ঠান ও অভ্যন্তরীণ ছাত্রাবাস ব্যবহার করে চট্টগ্রামকে যারা অস্থিতিশীল রাজনীতির তীর্থ ভূমি হিসেবে পরিচিত করতে চায়। চট্টগ্রাম কলেজে শিবিরদের দমনে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘বিজয় দিবসে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ র‌্যালিসহ কলেজর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ প্রশাসনের সামনে ছাদ থেকে গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপের ঘটনা একাত্তরের পাক হানাদার বাহিনীর নির্মমতার কথা স্মরণ করিয়ে দেয়।’

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাধারণ শিক্ষার্থীদের পড়ালেখার নিশ্চয় করার জন্য কলেজ থেকে সকল প্রকার জঙ্গি কার্যক্রম বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.