অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ঢাবি শিক্ষক সমিতি

0

ঢাকা অফিস :: অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করেছে ঢাকার বিশ্ববদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদে সম্মেলনে এ দাবি জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, অর্থমন্ত্রী শিক্ষক সমাজের সঙ্গে তামাশা করেছেন। শিক্ষকদের মর্যাদা অবনমন করে প্রমাণ করেছেন তিনি শিক্ষক জাতির দুশমন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেতন বৈষম্য নিরসন কমিটির নামে অর্থমন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছিলো তা ওই কমিটির সদস্যরা অবগত নন। অর্থমন্ত্রী একতরফা ভাবে ওই পরিপত্র জারি করেছেন।

শুধু তাই নয় জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবের মর্যাদায় নামিয়ে এনেছেন। এটা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপের সামিল।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.