কুমিল্লা, বরিশাল ও মাদ্রাসা বোর্ডে কমেছে পাশের হার

0

শিক্ষাঙ্গণ:: অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস করেছে ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী। গতবছর এ হার ছিলো ৯০.৪১ শতাংশ। সামগ্রিকভাবে গতবছরের তুলনায় এবার পাসের হার ভালো হলেও কুমিল্লা, বরিশাল ও মাদ্রাসা বোর্ডে এ হার কিছুটা কমেছে।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবছর ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩৯ শতাংশ, গত বছর যা ছিলো ৮৫.৩৬ শতাংশ। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৭.৪৭ শতাংশ, গতবছর এ পাসের হার ছিলো ৯৫.৩২ শতাংশ। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ, গতবছর ছিলো ৯৩.৭৫ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার ৯৫.৪৪ শতাংশ, গতবছর ছিলো ৯১.৯৬ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, গতবছর ছিলো ৮৪.২৯ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৯৭.২৬ শতাংশ, গতবছর ছিলো ৯৭.৯২ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ, গতবছর ছিলো ৯১.৫৭ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯১.৫২ শতাংশ, গতবছর ছিলো ৯০.১০ শতাংশ।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিআইএসইতে এবার পাসের হার ৯২.৩১ শতাংশ, গতবছর ছিলো ৮৯.৮৫ শতাংশ। মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষায় পাসের হার ৯২.৪৬ শতাংশ, গতবছর এ পাসের হার ছিলো ৯৩.৫ শতাংশ।

জেএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। জেডিসিতে মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজার ৭৬১ জন। জেএসসি-জেডিসি পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ৫৮৩টি। আর কোনো শিক্ষার্থীই পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩টি।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন তিনি। শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরাও সে সময় তার সঙ্গে ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.