সোহরাওয়ার্দী না পেলে নয়াপল্টন চায় বিএনপি

0

ঢাকা অফিস :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে এবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

রোববার (০৩ জানুয়ারি) বিকেল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেওয়ার পরই আওয়ামী লীগের পক্ষ থেকেও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। তারা সংঘাত ও উত্তাপ ছড়ানো উদ্দেশ্যেই এ সমাবেশ ডেকেছে।

যাতে এ সংঘাতের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনে উদ্দেশে তিনি বলেন, সোহরাওয়ার্দীতে না হোক, অন্তত নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দিন।

রিজভী আরও বলেন, বিএনপির জনসভা করা রাজনৈতিক অধিকার। রাজনীতি করার অধিকার কোনো অন্যায় আবদার নয়। আমরা নিয়মতান্ত্রিকভাবে সোহরাওয়ার্দীতে জনসভা করতে চেয়েছিলাম। কিন্তু একই সময়ে সরকারদল সংঘাত সৃষ্টির জন্য জনসভা ডেকেছে। তাই আমরা সংঘাত এড়াতে নয়াপল্টনে জনসভা করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

এর আগে শনিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর চার সদস্যের ওই প্রতিনিধি দল ডিএমপিতে গিয়ে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়ে আসে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.