৪ ইঞ্চি ডিসপ্লের পানিরোধী ফোন আনছে অ্যাপল

0

তথ্যপ্রযুক্তি :: অ্যাপলের নতুন আইফোন নিয়ে প্রযুক্তির বাজারে অনেকদিন ধরে কানাঘুষা চলছে। ইতোমধ্যে বেশ কিছু গুজবও রটেছে। এবার গুজবের পালে লাগলো নতুন হাওয়া। গুজবের সূত্রধর ম্যাশম্যালো। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অ্যাপলের আইফোন ৬ সি হবে চার ইঞ্চি ডিসপ্লের। এই ফোনটি হবে পানিরোধী। এটি আইফোন ৬ এসের মতই শক্তিশালী হবে।

ম্যাশেবল জানিয়েছ, আইফোন ৬ সি ফোনটি দেখতে ছোট আকারের হবে। এটি হবে দ্রুতগতির ফোন। ফোনটি মেটাল বডিতে তৈরি হবে।

চীনের টেক ব্লগ মাই ড্রাইভার্স জানিয়েছে, আইফোন ৬ সির ডিসপ্লের রেজুলেশন আইফোন ৫ এসের মতই হবে। ফোনটিতে থাকছে ২ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি থাকছে ১৬ জিবি। ফোনটিতে এ৯ প্রসেসর থাকছে।

আইফোন ৬ সি তে টাচ আইডি সেন্সর থাকছে। এটির ব্যাটারি হবে ১৬৪২ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। নতুন ফোনটির দরদাম আগের ভার্সনের ফোনগুলোর তুলনায় খানিকটা কম হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চীনের পাবলিকেশন কর্মাসিয়াল টাইমস দাবি করছে আইফোন ৬ সি হবে সম্পূর্ণ পানিরোধী। এটির অ্যান্টেনায় নতুন ধরনের উপাদান ব্যবহার করা হবে। অ্যাপলের অন্যসব ফোনের মতই এটিকে ডিজাইন করা হচ্ছে।

এর আগে কেজিআই এর নিরাপত্তা বিশ্লেষক মিং-জি কাও জানিয়েছিলেন, ৪ ইঞ্চির আইফোন ৬ সি ফোনটি স্পোর্টস মেটালে তৈরি হবে। ফ্রন্টে থাকছে গ্লাস ডিজাইন। যেটি চারপাশে কিছুটা বাঁকানো। ঠিক আইফোন ৬ এসের মতই।

আইফোন ৬ সি ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।

এ বছরের মার্চে ফোনটি বাজারে আসার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.