৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন

0

সিটিনিউজবিডি :: ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। এতে অংশ নিয়েছেন দুই লাখেরও বেশি পরীক্ষার্থী। ঢাকাসহ বিভাগীয় শহরের ১৬১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কোনো ধরনের ঘড়ি ব্যবহার করতে দেওয়া হয়নি। সময় দেখার জন্য পরীক্ষা কক্ষের দেয়ালে ঘড়ি থাকবে আগেই বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পিএসসি।

দুইশ নম্বরের পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীরা সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করেন। ৯টায় উত্তরপত্র ও সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শেষ হয়।

এর আগে পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। এ ছাড়া পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

পাঁচশ ৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট দুই হাজার একশ ৮০টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.