‘আমি শিক্ষকদের পক্ষে’

0

সিটিনিউজবিডি :: শিক্ষকদের আন্দোলনে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, আমি শিক্ষকদের পক্ষে আছি। রবিবার রাতে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ভর্তির কারণে আগে শিক্ষকদের আন্দোলন থেকে বিরত থাকার অনুরোধ করেছিলাম। এখন আর করবো না। তবে সংকট দূর করতে কাজ করছে সরকার। শিক্ষকদের সম্মান যাতে অক্ষুন্ন থাকে সেই লক্ষ্যে সমাধানের চেষ্টা চলছে। উল্লেখ্য, অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও বেতন বৈষম্য দুরীকরণের দাবিতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে লাগাতর কর্মবিরতি শুরু করেছে শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জোট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। কর্মসূচি চলাকালে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্সসহ সব ধরনের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। তবে সেমিস্টার ফাইনাল বা কোর্স ফাইনাল পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল রবিবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ফেডারেশন। ফেডারেশন বলছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.