হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

0

সিটিনিউজবিডি :: জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ ২০১৬র খসড়া অনুমোদন করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ হজ প্যাকেজ অনুমোদন করা করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি জানান, এ বছর হজযাত্রায় খরচ গত বছরের চেয়ে ছয় হাজার টাকা বেড়েছে। চলতি বছর সরকারিভাবে হজে যেতে খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৬০ হাজার টাকা। আর কোরবানি ছাড়া খরচ পড়বে জনপ্রতি ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

কোরবানিসহ গত বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে মোট খরচ ছিল ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার জন হজে যেতে পারবেন বলেও জানান মন্ত্রিপরিষদসচিব। সরকারি ব্যবস্থাপনায় গেলে কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে। গত বছর এই খরচ ছিল ২ লাখ ৯৬ হাজার ৬০৬ টাকা।

মন্ত্রিপরিষদসচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.