দারিদ্রমুক্ত দেশ গড়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য

0

সিটিনিউজবিডি:: দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলাই বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অসহযোগ আন্দোলনে সাড়া দিয়েছিল। পাকিস্তানি হানাদার গোষ্ঠীর তদানীন্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নির্দেশ এদেশে অকার্যকর ছিল। জাতির পিতার ডাকে এ দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, উত্তরের মেয়র আনিসুল হক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.