চসিক পরিচালিত হেলথ টেকনোলজির বিদায় ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে আ জ ম নাছির

0

চট্টগ্রাম অফিস :    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য সেবায় দক্ষ টেকনিশিয়ান, মিডওয়াইফ এবং হোমিওপ্যাথিক ডাক্তার গড়ে তুলে স্বাস্থ্য সেবায় বিরল অবদান ও দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য সেবা মানুষের একটি মৌলিক অধিকার, সে কারনে স্বাস্থ্য সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌছে দেয়া হচ্ছে। চসিক সেবার স্বার্থে মাত্র ১০ টাকার বিনিময়ে সাধারণ নাগরিকদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। মেয়র বলেন, প্রতিবন্ধিদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। মা-শিশু সহ সাধারণ রোগী নির্বিশেষে সবধরনের চিকিৎসা সেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ নিয়োজিত। তিনি সিটি কর্পোরেশনের যাবতীয় সেবায় নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জ্ঞাণ অন্বেষন করে জ্ঞাণের ভান্ডারকে আরো বিকশিত করতে হবে। স্বাস্থ্য সেবায় ডাক্তারদের পাশাপাশি হেলথ টেকনোলজিষ্টরা রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত ও পরিচালিত ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজিতে অধ্যয়নরত ১০তম ব্যাচে ২৪ জন শিক্ষার্থীর বিদায় ও ১৩তম ব্যাচের ৩১ জন শিক্ষার্থীদের বরণ এবং ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান উপলক্ষে ১১ জানুয়ারি ২০১৬খ্রি. সোমবার, বিকেলে অত্র প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন। ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেমন মাতৃসদন হাসপাতালের কনসালটেন্ট ডা. প্রীতি বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. পলাশ দাশ। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের হাতে ব্যাগ সহ ৬ শত টাকা মূল্য মানের বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.