চট্টগ্রামে অাজ বইমেলা শুরু হচ্ছে

0

গোলাম সরওয়ার  :       অাজ বুধবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা। বিকেল ৩টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বই মেলায় ৫টি সরকারি স্টলসহ মোট ৪৫টি স্টল থাকবে। জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.