প্রিন্স মুসাকে ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করবে দুদক

0

 নিজস্ব প্রতিবেদক  :      মুসা বিন শমসেরকে আগামী ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে তাকে আজ বুধবার তলব করেছিল দুদক। তবে অসুস্থতার কথা বলে মুসা বিন শমসের দুদকের কাছে সময় চান। এরপরই তাকে সময় বাড়িয়ে আগামী ২৮ জানুয়ারি হাজির হতে বলা হয়।

মুসা বিন শমসেরকে ২৮ জানুয়ারি দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার দুপুরে দুদকের চেয়ারম্যান বরাবর এক লিখিত আবেদনপত্র পাঠান মুসা বিন শমসের। সেখানে দুদকের হাজির হওয়ার জন্য সময় বৃদ্ধির আবেদন করেন মুসা।

সুইস ব্যাংকে ‌‌‌অর্থ আছে কি না তা যাচাই করতে চলতি মাসের ৪ জানুয়ারি ব্যবসায়ী মুসা বিন শমসেরকে পুনরায় তলব করে দুদক। এর আগে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর মুসাকে প্রথমবার জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী স্বাক্ষরিত এক নোটিশে তাকে ১৩ জানুয়ারি সকাল ১১টায় সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। ওই নোটিশের পরিপ্রেক্ষিতে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সময়ের আবেদন করেন।

দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে সুইজারল্যান্ডের ব্যাংকে যে ১২ বিলিয়ন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৯৪ হাজার কোটি টাকা হিসাব দিয়েছেন, সে বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটনেই দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.