ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া

0

সিটিনিউজবিডি: প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাস থেকে রেলের ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন রেল সচিব ফিরোজ সালাউদ্দিন। এ ক্ষেত্রে শতকরা ৭ দশমিক ৮ ভাগ হারে বাড়বে রেলের ভাড়া।

রাজধানীর রেলভবনে বৃহস্পতিবার দুপুরে ওয়াইফাই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেল সচিব। এর আগে রেলভবনে ওয়াইফাই সিস্টেমের উদ্বোধন করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব আরো বলেন, রেলকে লোকসান থেকে রক্ষা করতেই ভাড়া বাড়ানো হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করা হয়েছে। উনার পরামর্শেই ভাড়া বাড়ানো হচ্ছে। রেল সচিব বলেন, এতে সর্বনিম্ন ভাড়া বাড়বে পাঁচ টাকা, আর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ট্রেনে শোভন শ্রেণির ভাড়া ৪৫ টাকার মতো বাড়তে পারে। রেলওয়েকে লোকসান থেকে বাঁচাতে ভাড়া বাড়ানোর উদ্যোগ।

তিনি বলেন, এখন থেকে প্রতি বছরই রেলের ভাড়া সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম না বাড়লে কখনোই তা সাড়ে ৭ শতাংশের বেশি হবে না। ব্যয় কমানোর লক্ষ্যে গত মঙ্গলবার রেল মন্ত্রণালয়কে ট্রেনের ভাড়া বাড়ানোর পরামর্শ দিয়েছিল সংসদীয় কমিটি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.