সিঙ্গাপুরের Consul Mr. Darryl Lau সিটি মেয়রের সাথে সাক্ষাত

0

চট্টগ্রাম অফিস :     চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর দপ্তরে ১৪ জানুয়ারি ২০১৬খ্রি. বৃহস্পতিবার, দুপুরে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের Consul (Head of the Mission) Mr. Darryl Lau সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে তিনি আগামী ১৪ জুলাই ২০১৬খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য World Cities Summit and Mayors Forum 2016 ২০১৬ অনুষ্ঠানে যোগদানের জন্য সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনকে আমন্ত্রণ জানান। সিটি মেয়র তাঁর আমন্ত্রণ গ্রহন করেন। এ সময় সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৬০ লক্ষ নাগরিক বসবাস করে।

এ নগরবাসীর শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, আলোকায়ন, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন সহ নাগরিক চাহিদা নিশ্চিত করা হচ্ছে। তিনি তার ভিশন তুলে ধরে বলেন, চট্টগ্রামকে বিশ্বমানের নগরে পরিণত করা হবে। চট্টগ্রাম হবে ক্লিন ও গ্রিন সিটি। তিনি সিঙ্গাপুরকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে অখ্যায়িত করে বলেন, বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের সুসম্পর্ক বিদ্যমান। সিঙ্গাপুরের সাথে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মিল রয়েছে। মেয়র চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পর্যটন সহ নানাবিধ খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ প্রত্যাশা করেন। সৌজন্য সাক্ষাতে সিঙ্গাপুরের ঈড়হংঁষ গৎ. উধৎৎুষ খধঁ বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। এখানে সুন্দর ও নৈসর্গিক পরিবেশ বিদ্যমান। নানা বিষয়ে সিঙ্গাপুরের সাথে মিল রয়েছে। সিঙ্গাপুর পাওয়ার সহ নানা খাতে চট্টগ্রামে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন, নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.