ঠাকুর রামচন্দ্র দেব’র জন্মোৎসবে নাট্যকার সুর্দশন চক্রবর্তী

0

নিজস্ব প্রতিবেদক : পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান শিব কালি মন্দিরে ১৪ই জানুয়ারী রাতে ঠাকুর রামচন্দ্র দেব ’এর’ ১৫৬তম জন্মোৎসব উপলক্ষে ধর্মসভা-সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরষ্কার বিতরণীতে বিশিষ্ট চলচ্চিত্র টিভি নাট্যকার প্রধান অতিথির বক্তব্যে সুর্দশন চক্রবতী বলেন , ধর্য্যই ধর্ম নহে-ধর্মের জন্য ধর্য্য।আর ধর্মীয় চর্চায় অলসতা করলে প্রকৃত শিক্ষার যত্ন হারিয়ে যায় ।বাহির্যিকতা পরিহার করে ঠাকুরের মন জয় করতে হলে হারধনা ধর্মীয় চর্চার প্রতি ভক্তদের দৃঢ় আহবান করেন ।

জন্মোৎসব উদযাপন কমিটির সভাপতি শ্রী ননী গোপাল চৌধুরীর সভাপতিত্বে ধর্মসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মোৎসব উদযাপন কমিটির সাঃ সম্পাদক বাবু সুজিত তালুকদার, পতেঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সাঃসম্পাদক- লিটন চৌধুরী, রিফাইনারী স্কুলের সিঃ শিক্ষক-বীরেন্দ্র দেবনাথ,সমাজ সেবী ও জন্মোৎসব পৃষ্টপোষক-কিরণ চন্দ্র দাশ,রতন তালুকদার,সুনিল দাশ । অনুষ্ঠানটি পরিচালনা করেন-কমিটির সদস্য-সুমন দেব ।

ধর্মসভার পরে রাতে গীতা শিক্ষালয়ের শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান পরিবেশিত হয় ।এর আগে গীতা শিক্ষালয়ের শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ ।

এছাড়া ঠাকুর রামচন্দ্র দেব ’এর’ ১৫৬তম জন্মোৎসব উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী তারকব্র্ক্ষ –মহানামযজ্ঞ ওশুভ অধিবাস অনুষ্টান ১৪,১৫,১৬ জানুয়ারী(৩)দিন ব্যাপী চলবে বলে জন্মোৎসব উদযাপন কমিটির সাঃ সম্পাদক এক বার্তায় জানান ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.