বৃষ্টি শেষে ম্যাচ শুরু

0

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে বুধবার টস পরে হয়। কিন্তু সাত ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টি হানা দিয়েছে। তবে কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৮ ওভার শেষে ৮০ রান। আউট হয়ে ফিরে গেছেন হ্যামিল্টন মাসাকাদজা (২০)। ক্রিজে ব্যাট করছেন ভুসি সিবান্দা ও রিচমন্ড মুতুম্বামি।

বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১৫ মিনিট পর টস হলেও নির্ধারিত সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হয়েছে।

টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আজও দলে নেই জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

বাংলাদেশ দলে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে। চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ, মুক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এ ছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন ইমরুল কায়েস। শেষ ম্যাচ থেকে একাদশের বাইরে আছেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, শুভাগত হোম ও মুশফিকুর রহিম।

জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন এসেছে। দলে এসেছেন সিকান্দার রাজা ও টেন্ডাই চিসোরো। বাদ পড়েছেন নেভিল মাদজিভা ও ওয়েলিংটন মাসাকাদজা।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমদুউল্লাহ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুক্তার আলী, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদ।

জিম্বাবুয়ের দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, পিটার মুর, রিচমন্ড মুতুম্বামি, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, লুক জংওয়ে, গ্রায়েম ক্রেমার, মুজারাবানি, টেন্ডাই চিসোরো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.