কল্যাণপুরে বস্তি উচ্ছেদে বাধা, উত্তেজনা

0

ঢাকা অফিস : রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করতে গিয়ে আজ বৃহস্পতিবার বাধার মুখে পড়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সেখানে উত্তেজনা বিরাজ করছে। বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে প্রতিরোধ তৈরি করেছেন। তাঁরা কর্তৃপক্ষ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছেন।

এ সময় পুলিশের সঙ্গে বস্তিবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ ও সরকারি লোকজন বুলডোজার নিয়ে ওই এলাকার পোড়া বস্তিটি উচ্ছেদ করতে যায়। এ সময় বস্তিবাসী লাঠিসোঁটা নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বস্তিবাসীরা রাস্তায় আগুন জালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। বস্তিবাসীদের প্রতিরোধের মুখে পুলিশ বস্তি উচ্ছেদ করতে পারেনি।

এ বিষয়ে মিরপুর মডেল থানা ওসি ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, কল্যাণপুর বস্তিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উচ্ছেদ অভিযান চলছে। উচ্ছেদ যখন হচ্ছে বাধাতো দিতে তারা চেষ্টা করবেই। ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেট আছেন, পুলিশও আছে। তবে কোনো ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি।

বস্তির এক বাসিন্দা জানিয়েছেন, তারা প্রায় ২০ বছর ধরে ওই বস্তিতে বসবাস করছেন। সেখানে প্রায় ২০ হাজার বস্তিবাসী রয়েছেন। কোনো ধরনের নোটিশ না দিয়ে পুলিশ ও সরকারি লোকজন উচ্ছেদ করতে আসে। পুলিশ জানিয়েছে, বস্তিটি হাউজ বিল্ডিং অ্যান্ড রিচার্স ইনস্টিটিউটের জমি। আদালতের নির্দেশেই তারা বস্তিটি উচ্ছেদ করতে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.