৫ ব্যক্তিকে শিল্পকলা একাডেমি সম্মাননা

0

নিজস্ব প্রতিবেদক : শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪’ পেলেন চট্টগ্রামের পাঁচ গুণী ব্যক্তিত্ব। বুধবার একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে পাঁচ গুণীজনকে উত্তরীয় পরিয়ে দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।

শিল্প ও সংস্কৃতির ৫টি শাখায় সম্মাননা প্রাপ্তরা হলেন ফটোগ্রাফিতে মোরতজা তওফিকুল ইসলাম, সংগীতে ওস্তাদ মিহির লালা, যন্ত্রশিল্পীতে ক্যাপ্টেন আজিজুল ইসলাম, নৃত্যকলায় গুল জেসমীন সেলিমা বেগম (রেশমা ফিরোজ), ও নাট্যকলায় মিলন চৌধুরী।

এসময় সম্মাননা প্রাপ্ত শিল্পীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কারের আর্থিক মূল্য হিসেবে ১০হাজার টাকার সম্মাননা চেক তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আক্তারী মমতাজ বলেন, গুণীব্যক্তিরাই এদেশের আলোকবর্তিকা। তাদেরকে সম্মান করতে পারলেই আগামী প্রজন্ম সঠিকভাবে বেড়ে ওঠবে। নতুন প্রজন্মকে তাদের অবদানের কথা জানাতে হবে। নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে মুক্ত করতে হলে তাদেরকে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে।

সভাপতির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, গুণীজনকে সম্মাননা প্রদান করার উদ্দেশ্য হলো অন্যদেরকে ভালো কাজে উৎসাহিত করা। শিল্পকলা একাডেমি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সারাবছর মুখরিত থাকে। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।

………….জেএম

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.