রাব্বীকে নির্যাতন : হাইকোর্টের আদেশ স্থগিত

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় মামলা নিতে হাইকোর্টের দেয়া আদেশ ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। আজ এ বিষয়ে আপিল গ্রহণ করে চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতির আদালত এ আদেশ দেন

গত ১৮ জানুয়ারি মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সিকদারের বিবুদ্ধে গোলাম রাব্বীর অভিযোগকেই এজাহার হিসেবে গ্রহণের আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত রাব্বীকে আটক ও নির্যাতনের ঘটনা কেন বে আইনি হবে না, জানতে চেয়ে রুল জারি করেন।

গত ১৭ জানুয়ারি রাব্বীকে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু এবং রিপোর্টার জাহিদ হাসান।

সে সময় রাব্বীকে মারধর করা হয়। ডান হাতের কনুই ও বাঁ পায়ে ক্ষত নিয়ে তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন তারা।

এরপর রাত ৩টা পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন গোলাম রাব্বী। ওই অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পুলিশ কর্তৃপক্ষ ইতোমধ্যে মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.