চট্টগ্রামে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত

0

চট্রগ্রাম : চট্টগ্রাম নগরীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে তৃতীয় দিনের মতো চলছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ডাকা ধর্মঘট। এর ফলে দুর দুরান্ত থেকে আসা রোগী ও তার স্বজনদের দুর্ভোগ বেড়েছে।

শুক্রবার সকালেও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি মেডিকেলে সেবা নিতে আসা রোগীদেরকে ফিরে যেতে দেখা গেছে।

আন্দোলনরত জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুব আলম, ডা. শামীমা সিদ্দিকা রোজী ও ডা. রানা চৌধুরীর বিরুদ্ধে ‘হয়রানি ও মানহানিমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার না হওয়া পর্যন্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তবে ধর্মঘটের তৃতীয় দিনে আইসিইউ ও শিশু রোগীদের চিকিসা দেয়া আওতামুক্ত রাখা হয়েছে।
গত ২০ জানুয়ারি দুপুরে বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডাক্তার মুজিবুল হক এ ধর্মঘটের ঘোষণা দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.