কল্যাণপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে

0

ঢাকা অফিস : রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকায় পোড়া বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই কয়েক ডজন ঘর পুড়ে যায়।

অবশ্য স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত একশটি ঘর পুড়ে গেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই আগুন দিয়েছে বলে বস্তির বাসিন্দাদের অভিযোগ।

এ বিষয়ে জানতে চাইলে পরিদর্শক শফিক বলেন, কারা আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কল্যাণপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বেদখল জমি উদ্ধারে এই বস্তির একটি অংশে গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সে সময় বস্তিবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

বস্তির এক-চতুর্থাংশ উচ্ছেদের পর হাইকোর্টের নিষেধাজ্ঞায় দুপুরে ওই অভিযান বন্ধ হয়ে যায়। এরপর ২৪ ঘণ্টা না পেরোতেই বস্তির অন্য মাথায় দালতলী এলাকার আট নম্বর বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.