৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭ রান। ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ শুন্য রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৮০ রান করে জিম্বাবুয়ে।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুটা যদিও ভালো হয়নি তাদের। ইনিংসের পঞ্চম বলেই ভুসি সিবান্দাকে বিদায় করেন বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। অফ সাইডের বাইরে মাশরাফির গুড লেন্থ বল শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন সিবান্দা (৪)।

ইনিংসের পরের ওভারের ঠিক পঞ্চম বলে উইকেট পেতে পারতেন তরুণ পেসার আবু হায়দার রনিও। কিন্তু শর্ট ফাইন লেগে রিচমন্ড মুতুম্বামির সহজ একটি ক্যাচ ছাড়েন একাদশে আসা তাসকিন আহমেদ।

জীবন ফিরে পাওয়া মুতুম্বামিকে নিয়ে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের ১১তম ওভারে মুতুম্বামিকে (৩২) ফিরিয়ে ৮০ রানের জুটি ভাঙেন আবু হায়দার রনি। দারুণ এক ইয়র্কারে মুতুম্বামির লেগ স্টাম্প উপড়ে ফেলেন বাংলাদেশের এই তরুণ তুর্কি।

মুতুম্বামি ফিরে গেলেও ম্যালকম ওয়ালারের সঙ্গে জুটি বেঁধে ফিফটি তুলে নেন মাসাকাদজা, জিম্বাবুয়েও দলীয় শতরান পেরিয়ে যায়।

মাসাকাদজা ও ওয়ালার- দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে এগিয়ে নিতে থাকেন। তবে দলীয় ১৪৫ রানে দারুণ এক ইয়র্কারে ওয়ালারের স্টাম্প ভেঙে দেন তাসকিন। ১৮ বলে ৩টি ছক্কা ও এক চারে ৩৬ রান করেন ওয়ালার।

এরপর পঞ্চম উইকেটে মাসাকাদজা ও এল্টন চিগুম্বুরার ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করে সফরকারীরা।

জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা ৯৩ রান করে অপরাজিত থাকেন। তার ৫৮ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কার মার। চিগুম্বুরা অপরাজিত ছিলেন ৫ রানে।

বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব, তাসকিন ও আবু হায়দার রনি একটি উইকেট উইকেট নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.