অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন এরশাদ: রওশন

0

ঢাকা অফিস : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ তার ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করার পাশাপাশি মহাসচিব পদে পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা অগণতান্ত্রিক।’

গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘এমন একটি সু-প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে হুসেইন মুহাম্মদ এরশাদ এমপি, পার্লামেন্টারি পার্টি এবং প্রেসিডিয়াম সদস্যসভার আলোচনা ছাড়াই কো-চেয়ারম্যান অর্থাৎ ভবিষ্যৎ পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদসহ পার্টির গুরুত্বপূর্ণ ২টি পদে যে পরিবর্তন করেছেন যা রাজনৈতিক দলের নীতি সিদ্ধ নয় ও অগণতান্ত্রিক।’

বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান স্বাক্ষরিত বিবৃতিতে রওশন এরশাদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে ও জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেটি সঠিক নয়। কারণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে যৌথসভায় এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে সু-প্রতিষ্ঠিত একটি দল। এ পার্টি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং জাতীয় সংসদে বিরোধীদল হিসেবে সোচ্চার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির মত পুরাতন দল, সে দলের বৃহত্তর ঐক্য বজায় রাখার লক্ষ্যে দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্ত গ্রহণকারী বিভিন্ন কমিটির সাথে আলোচনা সাপেক্ষে তা করবেন।’

তিনি আশা প্রকাশ করেন, পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং ভবিষ্যতে দলকে আরো সুসংগঠিত ও মজবুদ করার লক্ষ্যে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন তা পুনর্বিবেচনা করবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.