চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

0

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় শাহ আমানত সেতু থেকে বাস স্টেশনের দিকে আসা যাত্রীবাহী বাসের সাথে বিপরীত ‍দিক থেকে আসা একটি টেম্পুর সাথে সংর্ঘষ হলে একজন নিহত ও অপর দুই জন আহত হয়।

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে ।নিহত ও আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজাখালী এলাকায় শাহ আমানত সেতু থেকে বাস স্টেশনগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বহদ্দার হাট থেকে আসা একটি টেম্পুর সাথে সংর্ঘষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত তিন জনের মধ্যে টেম্পুর চালক সকাল ১১ টার দিকে চিকিৎসারত অবস্থায় মারা যায়। তবে নিহত ও আহতের নাম ঠিকানা এখনও জানা যায়নি বলে জানান তিনি।

ওসি আবুল মনছুর আরো বলেন, সংর্ঘষের পর বাসের চালক ও হেলপাররা নিখোঁজ রয়েছে। তবে গাড়ি দুইটি আটক করে বাকলিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.