‘সিদ্ধান্ত পুনর্বিবেবেচনার কোনো সুযোগ নেই’

0

সিটিনিউজবিডি : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পদে পরিবর্তনের বিষয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা পুনর্বিবেচনার সুযোগ নেই।

সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের আহ্বান প্রত্যাখ্যান করে এ কথা জানিয়েছেন তিনি। এরশাদ বলেছেন, গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেবেচনার কোনো সুযোগ নেই।

রোববার (২৪ জানুয়ারি) লিখিত এক বিবৃতিতে হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন। পার্টিতে কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পরিবর্তনের পর ২১ জানুয়ারি সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানান রওশন। ওই বিষয়ে দেওয়া বিবৃতিতে রওশন পার্টিতে এই পদায়ন ও রদবদলকে ‘অগণতান্ত্রিক’ বলেও মন্তব্য করেন।

জবাবে এরশাদ তার বিবৃতিতে বলেন, গঠনতান্ত্রিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জাতীয় পার্টিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পার্টি আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে বলেও রওশনকে আশ্বস্ত করেছেনতিনি।

বিষয়টি রওশন এরশাদকে চিঠি মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলেও এরশাদের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চিঠিতে রওশন এরশাদকে ‘সহকর্মী’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.