নগরীতে ১৪২ টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

0

চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের ঘোষনা অনুযায়ী নগরীর অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এক রাতেই ছোট বড় মিলিয়ে মোট ১৪২ টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারী) রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, চসিক মেয়রের ঘোষনা অনুযায়ী রোববার রাতে অভিযান চালিয়ে মোট ১৪২ টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

সিটি কর্পোরেশনের চারটি টিম এ উচ্ছেদ অভিযানে কাজ করছে। এর মধ্যে নগরীর জুবলী রোড থেকে নিউমার্কেট পর্যন্ত একটি টিম, অক্সিজেন থেকে বিবিরহাট পর্যন্ত, জিইসি থেকে টায়গারপাস পর্যন্ত ও আগ্রাবাদ এলাকায় মোট চারটি টিম অভিযান চালিয়ে এসকল অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করছে বলে জানিয়েছেন তিনি।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, গত ১৪ জানুয়ারী বৃহস্পতিবার থেকে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে রবিবার পর্যন্ত ছোট বড় মিলিয়ে মোট ৮৭২ টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.