চবিতে সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ ট্রেন

0

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আগামী ৩১ জানুয়ারি অনুষ্টিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনকে কেন্দ্র করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তনে আগত গ্যাজুয়েটরারযেন কোন প্রকার পরিবহন সমস্যার মুখোমুখি না হয় সে লক্ষে চার জোড়া শাটল ট্রেন চালানোর পাশাপাশি সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী বলেন, সমাবর্তনে আগতদের নিশ্চিত করতে এবং চলাচলে নিবিঘ্ন রাখার লক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম বটতলী রেলস্টেশন থেকে ক্যাম্পাস অভিমুখে সকাল ৭টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা, সাড়ে ১০টা, বিকাল ২টা ১০ মিনিটে ও রাত সাড়ে ৮টায় ছেড়ে যাবে।

অপরদিকে বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৮টা ২০ মি, ৮টা ৫০ সকাল ১০টা, বিকাল ৫ টায়, সন্ধ্যা ৬টায়, সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.